Apni bhalobasa story porte valobasen তাহলে এই Bartamana bhalobasa story পোস্ট অবশই একবার পড়ুন। আশা করি এটা তোমার খুব ভালো লাগবে।
তো চলুন বর্তমান যুগের বাস্তবতা ভালোবাসা story pora jak..!
Check on : – Beautiful Romantic Love Images and Messages
Bartamana bhalobasa story বাংলা :
আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল তাইনা? অনেক কেয়ারিং করতো; কিচ্ছুক্ষণ পর পর আপনার খোঁজ খবর নিতো, বারবার এসএমএস করে জানতে চাইতো…
কেমন আছো?
-কি করো?
-কোথায় আছো?
-খাওয়া দাওয়া করছো কি না?
অনেক প্রশ্ন করতো তাইনা?
যার কোন সীমা নেই! সে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, এবং সবসময় এসএমএস করে আপনার খোঁজ রাখতো! তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মত চলতে শুরু করলেন!
কিন্তু হুট করেই সে একদিন পরির্বতন হয়ে যাবে, কি অবাক হলেন অবাক হওয়ার কিছুই নেই; ভুল মানুষের ভালোবাসা, এমনভাবেই শুরু হয়।
যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কন্ঠ না শুনলে যে মানুষটা ঘুমোতে পারতো না, একসময় দেখবেন
সেই মানুষটা রাত ১০ টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিয়েন, মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে!
আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিজ থেকে আগে মেসেজ করতো, আজ সেই মানুষটাই এখন আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ রাখে!
যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকতো আজ সেই মানুষটাই আপনার মেসেজটাও সীন করার সময় পায়না!
একসময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেটে চলে যাবে,
অথচ আপনার দিকে ফিরেও তাকাবেনা। তখন মনে অনেক প্রশ্ন জাগবে কেন সে এমন করছে!
পড়ুন : – #বর্তমান_ভালবাসা Bangla Love story
একদিন কথা বলতে না পারলে যে মানুষটা প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে কল দিয়ে বিরক্ত করতো, বিরক্ত হয়ে আপনি যার নাম্বার ব্লক লিস্টে রেখে দিতেন, সেই মানুষটাই দেখবেন এক মাস-দেড় মাস আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকবে কোন কল দিবেনা!
আপনার এক কথাতেই যে মানুষটা উঠতো-বসতো, প্রত্যেকটা কাজ করার আগেই যে মানুষটা আপনার পরামর্শ জানতে চাইতো, একসময় দেখবেন সেই মানুষটাই আপনাকে দুই পয়সার পাত্তা দিবেনা।
কি খুব কষ্ট পাচ্ছেন তাইনা?
আর একটু নিচে নামুন…
যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবতো, একসময় সেই মানুষটাই দেখবেন আপনার মুখের উপর আপনাকে ডাস্টবিনের বস্তাপঁচা নর্দমার সাথে তুলনা করবে। আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পরা যায়! পরিবারের অজুহাত দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পাড় পেয়ে যাবে নিজের স্বার্থের জন্য!
তার প্রয়োজন ছিল আপনার সাথে সময় কাটানোর তার চাওয়া-পাওয়া পূরণ করতে, আজ সে সফল হয়েছে তাই চলে গেছে! তাহলে সে আপনার পাশে থেকে কি করবে বলুন?
Check on : – Best Heart Touching Messages
তখন ভাববেন যে, যে মানুষটা আমাকে এত ভালোবাসলো এত কেয়ার করলো সে আজ আমাকে একা করে চলে গেল?
এই প্রশ্নের উওর খুঁজে পাবেন না!
নিজের অজান্তেই তখন খুব কষ্ট লাগবে আপনার, বুকের ভেতর চিন চিন করে ব্যাথা করবে! নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে!
সেটা আপনার সহ্য হবেনা। সবকিছু মিথ্যে মনে হবে।
মনে হবে ভালোবাসা বলতে কিছুই নেই! আসলে এমন পরিস্থিতিতে এমটা ভাবাই স্বাভাবিক!
তখন বুঝে নিয়েন, আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন ভুল মানুষের প্রেমে পড়ে…
যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না! পরিস্থিতি যেমনই হোক না কেন, পুরো পৃথিবীর একদিকে হলেও সে আপনাকে কখনোই ছাড়বে না! হুম এটাই সত্যিকারের ভালোবাসা!
Also Check on : – Cute and Beautiful Girls Wallpapers
আসলে এমনই হয়, হুট করে জীবনে আসা মানুষগুলো হুট করেই চলে যায়! সাজানো জীবনটা এলোমেলো করে দিয়ে চলে যায়! চোখে জল ফেলতে ফেলতে রাত পার হয়!
এখন কার দোষ দিবেন, ভাগ্যের? যদি তাই দেন তাহলে ভুল হবে!
আপনি লেখাপড়া করে হয়তো অনেক সার্টিফিকেট অর্জন করেছেন;
কিন্তু বাস্তব জীবনের সার্টিফিকেট এটাই যা ভুল মানুষের প্রেমে পড়ার প্রতিটি পদক্ষেপ হিসাব করে চলতে হয়! কিন্তু আপনি কল্পনায় জগতে ছিলেন সেই হিসাবটা ঠিকমতো করতে পারেননি তাই এমন হইছে…
মানুষ মাত্রই পরিবর্তনশীল সে আপনার সাথে মিথ্যে অভিনয় করে টাইম-পাস করছে! আর হ্যাঁ চলে যাওয়া মানুষকে কখনো ফেরানো চেষ্টা করবেন না, তাকে মনেও করবেন না! তাকে ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ!
সময়ের কাজ সময়ের মাঝেই করতে হয়…!
আরো পড়ুন …
- ৪০+ বাংলা Knowledgeable প্রশ্ন
- Indian Girls Actress Latest Collection Images
- Good Afternoon Wishes Messages and Quotes